Friday, December 31, 2010

ফেসবুকের রাজস্ব আয় প্রযুক্তি বিশ্বে বিতর্ক

ফেসবুকের রাজস্ব আয় প্রযুক্তি বিশ্বে বিতর্ক

আবু হেনা শাহরিয়া : বিশ্বের শীর্ষস্থানীয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক রাজস্ব আয়ের নতুন রেকর্ড গড়েছে। তবে এ নিয়ে বিতর্কেরও শেষ নেই। ২০০৯ সালে ফেসবুকের মোট রাজস্ব আয়ের পরিমাণ ছিল আটশত মিলিয়ন ডলার। এই রাজস্বের পরিমান আগের চেয়ে প্রায় একশ মিলিয়ন ডলার বেশি। একটি সূত্র বলছে, গত বছর ফেসবুকের আয়ের পরিমাণ ছিল দশ মিলিয়ন ডলার। তবে ফেসবুক কর্তৃপক্ষ তাদের রাজস্ব আয়ের পরিমাণ নির্দিষ্ট করে না বললেও এ নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা হচ্ছে প্রযুক্তি বিশ্বে। একটি ব্লগে ফেসবুকের আনুমানিক রাজস্ব আয়ের পরিমাণ সাতশত মিলিয়ন ডলার উল্লেখ করা হয়েছে এবং ফেসবুকের বোর্ড মেম্বার মার্ক এন্ডারসন বলেছেন, ২০০৯ সালে রাজস্ব আয়ের পরিমাণ পাঁচশত মিলিয়ন ডলার। তবে ফেসবুক তাদের রাজস্ব আয়ের পরিমাণ নির্দিষ্ট করে না বললেও এ নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা হচ্ছে প্রযুক্তি বিশ্বে। ফেসবুকের একটি ব্লগে রাজস্ব আয় সম্পর্কিত এক বার্তায় বলা হয়েছে যে, ২০১০ সালে ফেসবুকের মোট রাজস্ব আয় প্রায় এক বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। ফেসবুকের জনপ্রিয়তা বিবেচনায় দ্রুত বাড়ছে এর ব্যবহারকারী। অন্যদিকে বাড়ছে ফেসবুকে বিজ্ঞাপনের চাহিদাও। সবকিছুর সমবয়ে বেড়েই চলছে ফেসবুকের রাজস্ব আয়ের পরিমাণ।
সোশ্যাল নেটওয়ার্কিং সাইট হিসেবে ফেসবুক ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ফেসবুক প্রতিষ্ঠার সময় বিশ্বখ্যাত প্রতিষ্ঠান পোপাল-এর সহপ্রতিষ্ঠাতা পিটার থিল প্রায় পাঁচ লাখ ডলার বিনিয়োগ করেছিলেন। দিন দিন বেড়েই চলছে ফেসবুকের পরিধি। জনপ্রিয়তম এই সাইটটিকেও বিভিন্ন সময় পড়তে হয়েছে নানা প্রতিবন্ধকতার মুখে। কখনো কখনো সমালোচনা ও বিতর্কের কারণে দেশে দেশে বিভিন্ন মেয়াদে ফেসবুক বন্ধ করাও হয়েছে। তবে কমেনি ফেসবুকের জনপ্রিয়তা। ফেসবুক প্রতিষ্ঠার পর থেকেই সাইটকে সহজ ও ব্যবহার বান্ধব করতে নানা উদ্যোগ গৃহীত হয়েছে। সম্প্রতিক সময়ে এর নিরাপত্তার ইস্যুটি অনেক বেশি সমালোচনার ঝড় তোলে বিশ্বব্যাপী। সমালোচনার মুখে ফেসবুক তাদের নিরাপত্তা নিয়ে নতুন ফিচার যুক্ত করে। ব্যবহারকারী বাড়ার সাথে সাথে উন্নততর নেটওয়ার্কিং সেবা প্রদানে তৎপর ফেসবুক। ফেসবুকের একজন উর্দ্ধতন কর্মকর্তা বলেন, নানা সুবিধার ফলে আগামীদিনে আরো দ্রুতহারে বাড়বে এর ব্যবহারকারী এবং রাজস্বের পরিমাণ। বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় দেড়হাজার কর্মকর্তা-কর্মচারী কাজ করে যাচ্ছেন। প্রযুক্তি নির্ভর বিশ্বায়নের যুগে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোর জনপ্রিয়তা এখন আকাশচুম্বী। সোশাল নেটওয়ার্কিং সাইটগুলোও বর্তমানে অনেক বেশি পরিমাণ প্রতিযোগিতায় লিপ্ত তাদের ব্যবহারকারী বাড়িয়ে রাজস্ব বাড়ানোর বিষয়ে। এই প্রতিযোগিতায় আগামী দিনে কে বেশি এগিয়ে থাকে তা এখন দেখার বিষয়।
বর্তমানে সারা বিশ্বে এর ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৪০ কোটির উপরে। আর বাংলাদেশে এর ব্যবহারকারী বর্তমানে ৯ লাখ ছাড়িয়ে গেছে। আর প্রতি মাসে ফেসবুকে ছবি আপলোড হয় ৩০০ কোটিরও বেশি। ১৩ বছরের বেশি বয়সের যে কেউ সহজেই ফেসবুকে নিবন্ধনের মাধ্যমে সাইটটিতে যুক্ত হতে পারেন। শেয়ার করতে পারেন ছবি, ভিডিও, ওয়েব ঠিকানা বা অন্য যে কোনো ফাইল। শেয়ার করা যে কোনো মতামত বা ছবিতে বন্ধুরা মন্তব্য করতে পারেন। পাল্টা মন্তব্যও চলে। ব্যক্তিগত বার্তাও পাঠানো যায়, যা কেবল যাকে পাঠানো হয় সে-ই পড়ার সুযোগ পেয়ে থাকেন। এছাড়াও নতুন বা পরিচিত বন্ধু খোঁজার জন্য ফেসবুকে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক রয়েছে।

Source: Daily Sangram

No comments:

Post a Comment