Tuesday, February 22, 2011

ফেসবুকের সব তথ্য সেভ করুন হার্ডডিস্কে

ফেসবুকের সব তথ্য সেভ করুন হার্ডডিস্কে

আহসান হাবিব
ব্যবহারকারীরা যাতে আরও নিরাপদে তথ্য শেয়ার করতে পারেন সে জন্য সম্প্রতি ফেসবুকে ‘গ্রুপস’ নামক একটি ফিচার চালু করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আনুষ্ঠানিকভাবে ফিচারটি চালু করেছেন ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ। যদিও বাংলাদেশে এখনও এটি চালু হয়নি। তবে ‘গ্রুপস’ ফিচার যেদিন চালু করা হলো ঠিক একই দিন ‘ডাউনলোড টুলস’ নামে আরেকটি টুলসেরও আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন জুকারবাগ।
ফেসবুক ডাউনলোড টুলস
ফেসবুকের ব্যবহারকারীরা ইদানীং নানা কারণেই অ্যাকাউন্ট বাতিলের স্বীকার হচ্ছেন। অ্যাকাউন্ট অপব্যবহারের কারণেও অনেকে সাধ্যের ফেসবুক অ্যাকাউন্ট হারাচ্ছেন। এতে হয়ত সহজেই আরেকটি অ্যাকাউন্ট খুলে নেয়া যাবে, তবে আগের অ্যাকাউন্টের কনটেম্লটগুলো আর খুঁজে পাওয়া যাবে না। ফেসবুকে জমা হওয়া সব কনটেম্লট এবং তথ্য হারিয়ে যাবে চিরতরে! তবে চিরতরে হারিয়ে যাওয়ার আগে তথ্যগুলো যাতে ব্যবহারকারীরা কম্পিউটারের হার্ডড্রাইভে সংরক্ষণ করে রাখতে পারেন, সে বন্দোবস্ত করে দিলেন স্বয়ং জুকারবার্গ। ডাউনলোড টুলসের মাধ্যমে ব্যবহারকারীরা হার্ডড্রাইভে ফেসবুক অ্যাকাউন্টের সব তথ্য ডাউনলোড করে নিতে পারবেন।
কীভাবে করবেন এ প্রক্রিয়া?
প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্টে সাইন ইন করুন। এবার হোমপেজের উপরে ডানপাশে Accounts এ ক্লিক করুন। এখান থেকে ক্লিক করুন Account Settings-এ।
নতুন যে পেজটি খুলবে এবার একেবারে তার নিচে Download your information নামে একটা ট্যাব পাবেন। সেখানকার Learn More লেখা লিংকে ক্লিক করুন।
এরপর Download বাটনে সরাসরি একটি ক্লিক করুন। এবার আপনার ফেসবুক মেইল অ্যাকাউন্টে একটি মেইল পাবেন (মেইল পেতে কয়েক ঘণ্টা দেরি হতে পারে)। মেইলে একটা লিংক পাবেন। লিংকটিতে ক্লিক করুন। নতুন যে পেজটি খুলবে সেখানে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি লিখুন। এবার ডাউনলোডে ক্লিক করলে আপনার ফেসবুকের তথ্যগুলো ডাউনলোড হওয়া শুরু করবে।

তথ্যগুলো যেভাবে দেখবেন

ডাউনলোড হওয়া তথ্যের ফাইলটি জিপ ফাইল হিসেবে থাকবে। প্রথমে সেটি আনজিপ করুন। এবার যে ফাইলটি ইনডেক্স নামে পাবেন সেটি কোনো ওয়েব ব্রাউজার দিয়ে খুলুন (ওপেন উইথ থেকে ব্রাউজার নির্বাচন করতে হবে)। এবার ফাইলটি অফলাইনে ঘুরে বেড়াতে পারবেন এবং তথ্যাবলী সব দেখতে পারবেন। ছবিগুলো পাবেন অ্যালবাম নামক একটি ফোল্ডারে।

Tuesday, February 8, 2011

ফেসবুক হ্যাকিং প্রতিরোধে ব্যবস্থা

ফেসবুক হ্যাকিং প্রতিরোধে ব্যবস্থা

- খন্দকার মারছুছ
ফেসবুক ডেভেলপার
ইমেইল : kmarsus@gmail.com


বর্তমান সময়ের একটি আলোচিত বিষয় ফেসবুক হ্যাকিং। তিল তিল করে গড়ে ওঠা ফেসবুক পরিবার নিমিষেই ভেঙে যাচ্ছে হ্যাকিংয়ের কবলে পড়ে। কিন্তু অনেকেরই জানা নেই, সামান্য কিছু সাবধানতা অবলম্বন করলেই এসব হ্যাকিং থামানো সম্ভব।
—ফেসবুক হ্যাকিং থেকে বাঁচার প্রথম উপায় হলো ফেসবুক সংশ্লিষ্ট মেইল এবং মূল ফেসবুকের পাসওয়ার্ড ভিন্ন রাখা। হ্যাকাররা হ্যাকের পরই প্রথম লক্ষ থাকে ই-মেইল এড্রেসটা বদলে ফেলা। আর কোনোক্রমে ই-মেইল এড্রেসটি বদলে ফেলতে পারলে আর হ্যাকিং হওয়া ফেসবুক অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করা খুবই কঠিন হয়ে যায়। কারণ হ্যাকিং হওয়ার পর অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করার একমাত্র উপায় হলো ই-মেইল এড্রেস।
—ফেসবুকের কোথাও পাসওয়ার্ড দেয়ার প্রয়োজন হলে প্রথমেই দেখে নিতে হবে ওয়েব এড্রেসটি মূল ফেসবুকের এড্রেস কিনা। অনেক সময় কাছাকছি এড্রেসের এবং দেখতে সম্পূর্ণ ফেসবুকের ওয়েবসাইটের মতো সাইটগুলোতে পাসওয়ার্ড দিলেই সাইটটি হ্যাক হয়ে যায়। facebook.com-এর পরিবর্তে যদি facebookie.com, facabook.com ইত্যাদি রকম দেখা যায় তবে কখনোই ইউজার নেম এবং পাসওয়ার্ড দেয়া যাবে না।
—পাবলিক কম্পিউটারে বসলে কাজের শেষে অবশ্যই লগআউট করতে হবে। এবং পাবলিক কম্পিউটারে কখনোই পাসওয়ার্ড রিমেম্বার দেয়া যাবে না।
—যে কোনো ই-মেইল পাসওয়ার্ড দেয়ার আগে দেখে নিতে হবে ওয়েব এড্রেসটি মূল ফেসবুকের কিনা।
—কম্পিউটারকে সব সময় ম্যালওয়ার ভাইরাস থেকে মুক্ত রাখতে হবে। এগুলো অনেক সময় পাসওয়ার্ড চুরি করে নিয়ে যায়।
—কখনও কোথাও থেকে আসা Facebook Password Reset Confirmation এরকম মেইলে পাসওয়ার্ড রিসেটে ক্লিক করা যাবে না।
—পাবলিক কম্পিউটারে বসলে কাজ শেষে অবশ্যই cache এবং cookies ডিলেট করতে হবে।
—ফেসবুক প্রোফাইলে কোনোরকম অস্বাভাবিক কিছু দেখলেই সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলতে হবে।
—মেইলে আসা সফটওয়্যার না বুঝে সেটআপ দেয়া যাবে না। অনেক সময় দেখা যায়, ফাইলটি দেখতে ভিডিও বা অডিও ফাইল মনে হচ্ছে কিন্তু আসলে এটি একটি সেটআপ ফাইল, যেটি সেটআপ দিলেই কম্পিউটারের পাসওয়ার্ড চলে যাবে দুর্বৃত্তদের কাছে।
—এছাড়া মাঝে মাঝেই ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করা উচিত।
—হ্যাক হওয়ার পরও একাউন্টটি ডিলেট করা যাবে না। কারণ হ্যাকিং হওয়ার পরও অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করার কোনো না কোনো উপায় থাকে।
ফেসবুক একাউন্ট হ্যাক হওয়ার পর এটি পুনরুদ্ধার করতে যা যা করণীয় তা হলো—
—যদি ফেসবুক একাউন্টের পাসওয়ার্ড হ্যাক হয় এবং মেইল একাউন্টটি ঠিক থাকে তবে এই লিঙ্ক থেকে রিকয়েস্ট পাঠালে পাসওয়ার্ড সমাধান পাওয়া যাবে।
https://ssl.facebook.com/reset.php
—যদি ওপরের লিঙ্কে কাজ না হয় তবে পাসওয়ার্ডটি পাওয়ার জন্য নিম্নলিখিত লিঙ্কে ক্লিক করতে হবে। পরবর্তী নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে।
http://www.facebook.com/help/identify.php?show_form=hack_login_changed
—যদি ই-মেইল এড্রেসটি পরিবর্তন হয়ে যায় তবে নিম্নলিখিত লিঙ্কে ক্লিক করতে হবে। ফর্মটি পূরণ করে পাঠালে ফেসবুকের কর্মকর্তারা যোগাযোগ করবে।
https://ssl.facebook.com/help/contact.php?show_form=hacked_self_recovery

Source: Daily Amardesh

Saturday, February 5, 2011

ফেইসবুকের ৫ মুশকিল আসান

ফেইসবুকের ৫ মুশকিল আসান
ফেইসবুক ব্যবহার করতে গিয়ে অনেকে না বুঝেই অজানা বিপদের মুখোমুখি হন। অনেক সময় চুরি হয়ে যায় গুরুত্বপূর্ণ সব তথ্য। এমন পাঁচ বিপদ এবং সেসবের সমাধান নিয়ে লিখেছেন ফারহাত আহমেদ তৃতীয়-পক্ষ অ্যাপ্লিকেশন ব্যবহার
গেইম খেলা এবং বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করার জন্য তৃতীয় পক্ষকে অনুমোদন দিতে হয়। ফেইসবুকের হালনাগাদকৃত পলিসি অনুযায়ী ব্যবহারকারী যদি তার অ্যাকাউন্টের সঙ্গে কোনো তৃতীয়-পক্ষ অ্যাপ্লিকেশন ব্যবহার করে বা অ্যাপ্লিকেশনের সঙ্গে নিজের প্রোফাইল শেয়ার করে তবে সেই তৃতীয়-পক্ষ অ্যাপ্লিকেশন শুধু ওই ব্যবহারকারীর নাম, প্রোফাইল ছবি, লিঙ্গ, ইউজার আইডি জানতে পারে। এসব অ্যাপ্লিকেশন ব্যবহারকারীর অন্যান্য ব্যক্তিগত তথ্যও চুরি করে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করে। এর থেকে সমাধান পেতে এসব অ্যাপ্লিকেশন ব্যবহার এড়িয়ে চলা উচিত।

ডিফল্ট প্রাইভেসি সেটিংস
ব্যবহারকারীর নিরাপত্তার স্বার্থেই ফেইসবুক মাঝেমধ্যে তাদের সেটিংস পাল্টায়। এ সময় বেশির ভাগ ব্যবহারকারীর প্রাইভেসি সেটিংস 'ডিফল্ট' হয়ে যায়। এ সুযোগে হ্যাকাররা ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে ব্যক্তিগত তথ্য চুরি করে ফেলতে পারে। এ ক্ষেত্রে ফেইসবুক সেটিংস পরিবর্তন করলে অ্যাকাউন্ট চেক করে নিজের মতো করে 'সেটিংস' করে নিতে হবে।

বিজ্ঞাপনে ম্যালওয়্যার
ফেইসবুকে বিভিন্ন বিজ্ঞাপন প্রদর্শিত হয়। তবে কিছু বিজ্ঞাপনে ম্যালওয়্যার ভাইরাস থাকে। এগুলো ক্লিক করলেই কম্পিউটারে ভাইরাস ছড়িয়ে পড়ে। মন ভোলানো কথা, লেখা বা রঙিন বিজ্ঞাপনের মাধ্যমে এ ভাইরাস ছড়ানো হয়। এ বিপদ এড়াতে প্রদর্শিত বিজ্ঞাপনে ক্লিক না করাই ভালো।

বন্ধুর মাধ্যমে ক্ষতি
সম্প্র্রতি ফেইসবুকে একটি বাগ শনাক্ত করা হয়েছে, যার মাধ্যমে ফেইসবুক ব্যবহারকারীর অজান্তে তার কোনো ফেইসবুক বন্ধু ওই ব্যবহারকারীর ব্যক্তিগত রিকোয়েস্টগুলো দেখতে পারে। এতে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে সেগুলো অন্য কারো কাছে পাচার করে দিতে পারে। এ জন্য ফেইসবুকে বন্ধু নির্বাচনে একটু সতর্ক থাকার পরামর্শ দেন নিরাপত্তা বিশ্লেষকরা।

ভুয়া ফেইসবুক অ্যাকাউন্ট
স্ক্যামাররা ভুয়া ফেইসবুক অ্যাকাউন্ট খুলে ব্যবহারকারীদের নানাভাবে প্রতারণা করছে। তাই নিজের তথ্য সুরক্ষায় ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার সময় ভালোভাবে দেখে নেওয়া উচিত তিনি আপনার পরিচিত কি না। সন্দেহ হলে অ্যাকসেপ্ট না করাই শ্রেয়।
Source: Daily Kalerkantho

Friday, February 4, 2011

এলো সোশ্যাল নেটওয়ার্কিং ব্রাউজার ‘রকমেল্ট’

এলো সোশ্যাল নেটওয়ার্কিং ব্রাউজার ‘রকমেল্ট’

বর্তমানে চলতি ব্রাউজারগুলো ওয়েববান্ধব তবে সোশ্যাল নেটওয়ার্কিং বান্ধব নয়। আর এ অসুবিধা দূর করতে ওয়েব ব্রাউজারের ভুবনে সোশ্যাল নেটওয়ার্কিং সহায়ক ব্রাউজার হিসেবে নতুন এক ব্রাউজার রকমেল্টের বেটা ভার্সন ছাড়া হয়েছে। ক্লাউডনির্ভর এই ব্রাউজারে রয়েছে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিংবান্ধব ফিচার। মূলত সামাজিক নেটওয়ার্কিং সাইটগুলোকে আর সাবলীলভাবে উপস্থাপনের উদ্দেশ্য এ ব্রাউজারের আর্বিভাব বলে জানা গেছে। নতুন এই ব্রাউজারটি তৈরি করেছে ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম অ্যান্ড্রিসেন হরোউইজ। রকমেল্ট ব্রাউজার ব্যবহারের অভিজ্ঞতা হবে ঠিক ফেসবুক ব্যবহারের মতোই। অন্য সব ওয়েব ব্রাউজারের তুলনায় এর মূল্য পার্থক্য হচ্ছে এটি ব্যবহারে ব্যবহারকারীর অবশ্যই ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে। অর্থাত্ এ ব্রাউজারে প্রবেশ করতে অবশ্যই ফেসবুকের লগইন তথ্যের প্রয়োজন হবে। টুইটার এবং ফেসবুক ব্যবহারকারীরা তাদের বন্ধুদের এ ব্রাউজারে যুক্ত করতে পারবেন। রকমেল্ট ব্রাউজারে সেটিংস, বুকমার্কসগুলো অনলাইনে ব্যাকআপ থাকে। ফেসবুক যদি অথেনটিকেশনের জন্য ব্যবহার করা হয় তবে সবখানেই ফেসবুকের রেপ্লিকা ব্রাউজার আকারে তৈরি হবে। জানা গেছে, রকমেল্ট তৈরি করা হয়েছে গুগল ব্রাউজারের ওপেনসোর্স প্রকল্পের ক্রোমিয়াম ব্যবহার করে। গুগল ক্রোমের চেয়ে রকমেল্টে ব্রাউজারের মুল পার্থক্য হলো কলামগুলো ব্রাউজারের দুই দিকেই দেখা যাবে। এ মুহূর্তে ব্যবহারকারীরা www.rockmelt.com ওয়েবসাইট থেকে ব্রাউজারটি ডাউনলোড করে উপভোগ করতে পারবেন।
ইন্টারনেট অবলম্বনে মনিরুল হক ফিরোজ