Tuesday, February 22, 2011

ফেসবুকের সব তথ্য সেভ করুন হার্ডডিস্কে

ফেসবুকের সব তথ্য সেভ করুন হার্ডডিস্কে

আহসান হাবিব
ব্যবহারকারীরা যাতে আরও নিরাপদে তথ্য শেয়ার করতে পারেন সে জন্য সম্প্রতি ফেসবুকে ‘গ্রুপস’ নামক একটি ফিচার চালু করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আনুষ্ঠানিকভাবে ফিচারটি চালু করেছেন ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ। যদিও বাংলাদেশে এখনও এটি চালু হয়নি। তবে ‘গ্রুপস’ ফিচার যেদিন চালু করা হলো ঠিক একই দিন ‘ডাউনলোড টুলস’ নামে আরেকটি টুলসেরও আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন জুকারবাগ।
ফেসবুক ডাউনলোড টুলস
ফেসবুকের ব্যবহারকারীরা ইদানীং নানা কারণেই অ্যাকাউন্ট বাতিলের স্বীকার হচ্ছেন। অ্যাকাউন্ট অপব্যবহারের কারণেও অনেকে সাধ্যের ফেসবুক অ্যাকাউন্ট হারাচ্ছেন। এতে হয়ত সহজেই আরেকটি অ্যাকাউন্ট খুলে নেয়া যাবে, তবে আগের অ্যাকাউন্টের কনটেম্লটগুলো আর খুঁজে পাওয়া যাবে না। ফেসবুকে জমা হওয়া সব কনটেম্লট এবং তথ্য হারিয়ে যাবে চিরতরে! তবে চিরতরে হারিয়ে যাওয়ার আগে তথ্যগুলো যাতে ব্যবহারকারীরা কম্পিউটারের হার্ডড্রাইভে সংরক্ষণ করে রাখতে পারেন, সে বন্দোবস্ত করে দিলেন স্বয়ং জুকারবার্গ। ডাউনলোড টুলসের মাধ্যমে ব্যবহারকারীরা হার্ডড্রাইভে ফেসবুক অ্যাকাউন্টের সব তথ্য ডাউনলোড করে নিতে পারবেন।
কীভাবে করবেন এ প্রক্রিয়া?
প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্টে সাইন ইন করুন। এবার হোমপেজের উপরে ডানপাশে Accounts এ ক্লিক করুন। এখান থেকে ক্লিক করুন Account Settings-এ।
নতুন যে পেজটি খুলবে এবার একেবারে তার নিচে Download your information নামে একটা ট্যাব পাবেন। সেখানকার Learn More লেখা লিংকে ক্লিক করুন।
এরপর Download বাটনে সরাসরি একটি ক্লিক করুন। এবার আপনার ফেসবুক মেইল অ্যাকাউন্টে একটি মেইল পাবেন (মেইল পেতে কয়েক ঘণ্টা দেরি হতে পারে)। মেইলে একটা লিংক পাবেন। লিংকটিতে ক্লিক করুন। নতুন যে পেজটি খুলবে সেখানে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি লিখুন। এবার ডাউনলোডে ক্লিক করলে আপনার ফেসবুকের তথ্যগুলো ডাউনলোড হওয়া শুরু করবে।

তথ্যগুলো যেভাবে দেখবেন

ডাউনলোড হওয়া তথ্যের ফাইলটি জিপ ফাইল হিসেবে থাকবে। প্রথমে সেটি আনজিপ করুন। এবার যে ফাইলটি ইনডেক্স নামে পাবেন সেটি কোনো ওয়েব ব্রাউজার দিয়ে খুলুন (ওপেন উইথ থেকে ব্রাউজার নির্বাচন করতে হবে)। এবার ফাইলটি অফলাইনে ঘুরে বেড়াতে পারবেন এবং তথ্যাবলী সব দেখতে পারবেন। ছবিগুলো পাবেন অ্যালবাম নামক একটি ফোল্ডারে।

Tuesday, February 8, 2011

ফেসবুক হ্যাকিং প্রতিরোধে ব্যবস্থা

ফেসবুক হ্যাকিং প্রতিরোধে ব্যবস্থা

- খন্দকার মারছুছ
ফেসবুক ডেভেলপার
ইমেইল : kmarsus@gmail.com


বর্তমান সময়ের একটি আলোচিত বিষয় ফেসবুক হ্যাকিং। তিল তিল করে গড়ে ওঠা ফেসবুক পরিবার নিমিষেই ভেঙে যাচ্ছে হ্যাকিংয়ের কবলে পড়ে। কিন্তু অনেকেরই জানা নেই, সামান্য কিছু সাবধানতা অবলম্বন করলেই এসব হ্যাকিং থামানো সম্ভব।
—ফেসবুক হ্যাকিং থেকে বাঁচার প্রথম উপায় হলো ফেসবুক সংশ্লিষ্ট মেইল এবং মূল ফেসবুকের পাসওয়ার্ড ভিন্ন রাখা। হ্যাকাররা হ্যাকের পরই প্রথম লক্ষ থাকে ই-মেইল এড্রেসটা বদলে ফেলা। আর কোনোক্রমে ই-মেইল এড্রেসটি বদলে ফেলতে পারলে আর হ্যাকিং হওয়া ফেসবুক অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করা খুবই কঠিন হয়ে যায়। কারণ হ্যাকিং হওয়ার পর অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করার একমাত্র উপায় হলো ই-মেইল এড্রেস।
—ফেসবুকের কোথাও পাসওয়ার্ড দেয়ার প্রয়োজন হলে প্রথমেই দেখে নিতে হবে ওয়েব এড্রেসটি মূল ফেসবুকের এড্রেস কিনা। অনেক সময় কাছাকছি এড্রেসের এবং দেখতে সম্পূর্ণ ফেসবুকের ওয়েবসাইটের মতো সাইটগুলোতে পাসওয়ার্ড দিলেই সাইটটি হ্যাক হয়ে যায়। facebook.com-এর পরিবর্তে যদি facebookie.com, facabook.com ইত্যাদি রকম দেখা যায় তবে কখনোই ইউজার নেম এবং পাসওয়ার্ড দেয়া যাবে না।
—পাবলিক কম্পিউটারে বসলে কাজের শেষে অবশ্যই লগআউট করতে হবে। এবং পাবলিক কম্পিউটারে কখনোই পাসওয়ার্ড রিমেম্বার দেয়া যাবে না।
—যে কোনো ই-মেইল পাসওয়ার্ড দেয়ার আগে দেখে নিতে হবে ওয়েব এড্রেসটি মূল ফেসবুকের কিনা।
—কম্পিউটারকে সব সময় ম্যালওয়ার ভাইরাস থেকে মুক্ত রাখতে হবে। এগুলো অনেক সময় পাসওয়ার্ড চুরি করে নিয়ে যায়।
—কখনও কোথাও থেকে আসা Facebook Password Reset Confirmation এরকম মেইলে পাসওয়ার্ড রিসেটে ক্লিক করা যাবে না।
—পাবলিক কম্পিউটারে বসলে কাজ শেষে অবশ্যই cache এবং cookies ডিলেট করতে হবে।
—ফেসবুক প্রোফাইলে কোনোরকম অস্বাভাবিক কিছু দেখলেই সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলতে হবে।
—মেইলে আসা সফটওয়্যার না বুঝে সেটআপ দেয়া যাবে না। অনেক সময় দেখা যায়, ফাইলটি দেখতে ভিডিও বা অডিও ফাইল মনে হচ্ছে কিন্তু আসলে এটি একটি সেটআপ ফাইল, যেটি সেটআপ দিলেই কম্পিউটারের পাসওয়ার্ড চলে যাবে দুর্বৃত্তদের কাছে।
—এছাড়া মাঝে মাঝেই ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করা উচিত।
—হ্যাক হওয়ার পরও একাউন্টটি ডিলেট করা যাবে না। কারণ হ্যাকিং হওয়ার পরও অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করার কোনো না কোনো উপায় থাকে।
ফেসবুক একাউন্ট হ্যাক হওয়ার পর এটি পুনরুদ্ধার করতে যা যা করণীয় তা হলো—
—যদি ফেসবুক একাউন্টের পাসওয়ার্ড হ্যাক হয় এবং মেইল একাউন্টটি ঠিক থাকে তবে এই লিঙ্ক থেকে রিকয়েস্ট পাঠালে পাসওয়ার্ড সমাধান পাওয়া যাবে।
https://ssl.facebook.com/reset.php
—যদি ওপরের লিঙ্কে কাজ না হয় তবে পাসওয়ার্ডটি পাওয়ার জন্য নিম্নলিখিত লিঙ্কে ক্লিক করতে হবে। পরবর্তী নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে।
http://www.facebook.com/help/identify.php?show_form=hack_login_changed
—যদি ই-মেইল এড্রেসটি পরিবর্তন হয়ে যায় তবে নিম্নলিখিত লিঙ্কে ক্লিক করতে হবে। ফর্মটি পূরণ করে পাঠালে ফেসবুকের কর্মকর্তারা যোগাযোগ করবে।
https://ssl.facebook.com/help/contact.php?show_form=hacked_self_recovery

Source: Daily Amardesh

Saturday, February 5, 2011

ফেইসবুকের ৫ মুশকিল আসান

ফেইসবুকের ৫ মুশকিল আসান
ফেইসবুক ব্যবহার করতে গিয়ে অনেকে না বুঝেই অজানা বিপদের মুখোমুখি হন। অনেক সময় চুরি হয়ে যায় গুরুত্বপূর্ণ সব তথ্য। এমন পাঁচ বিপদ এবং সেসবের সমাধান নিয়ে লিখেছেন ফারহাত আহমেদ তৃতীয়-পক্ষ অ্যাপ্লিকেশন ব্যবহার
গেইম খেলা এবং বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করার জন্য তৃতীয় পক্ষকে অনুমোদন দিতে হয়। ফেইসবুকের হালনাগাদকৃত পলিসি অনুযায়ী ব্যবহারকারী যদি তার অ্যাকাউন্টের সঙ্গে কোনো তৃতীয়-পক্ষ অ্যাপ্লিকেশন ব্যবহার করে বা অ্যাপ্লিকেশনের সঙ্গে নিজের প্রোফাইল শেয়ার করে তবে সেই তৃতীয়-পক্ষ অ্যাপ্লিকেশন শুধু ওই ব্যবহারকারীর নাম, প্রোফাইল ছবি, লিঙ্গ, ইউজার আইডি জানতে পারে। এসব অ্যাপ্লিকেশন ব্যবহারকারীর অন্যান্য ব্যক্তিগত তথ্যও চুরি করে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করে। এর থেকে সমাধান পেতে এসব অ্যাপ্লিকেশন ব্যবহার এড়িয়ে চলা উচিত।

ডিফল্ট প্রাইভেসি সেটিংস
ব্যবহারকারীর নিরাপত্তার স্বার্থেই ফেইসবুক মাঝেমধ্যে তাদের সেটিংস পাল্টায়। এ সময় বেশির ভাগ ব্যবহারকারীর প্রাইভেসি সেটিংস 'ডিফল্ট' হয়ে যায়। এ সুযোগে হ্যাকাররা ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে ব্যক্তিগত তথ্য চুরি করে ফেলতে পারে। এ ক্ষেত্রে ফেইসবুক সেটিংস পরিবর্তন করলে অ্যাকাউন্ট চেক করে নিজের মতো করে 'সেটিংস' করে নিতে হবে।

বিজ্ঞাপনে ম্যালওয়্যার
ফেইসবুকে বিভিন্ন বিজ্ঞাপন প্রদর্শিত হয়। তবে কিছু বিজ্ঞাপনে ম্যালওয়্যার ভাইরাস থাকে। এগুলো ক্লিক করলেই কম্পিউটারে ভাইরাস ছড়িয়ে পড়ে। মন ভোলানো কথা, লেখা বা রঙিন বিজ্ঞাপনের মাধ্যমে এ ভাইরাস ছড়ানো হয়। এ বিপদ এড়াতে প্রদর্শিত বিজ্ঞাপনে ক্লিক না করাই ভালো।

বন্ধুর মাধ্যমে ক্ষতি
সম্প্র্রতি ফেইসবুকে একটি বাগ শনাক্ত করা হয়েছে, যার মাধ্যমে ফেইসবুক ব্যবহারকারীর অজান্তে তার কোনো ফেইসবুক বন্ধু ওই ব্যবহারকারীর ব্যক্তিগত রিকোয়েস্টগুলো দেখতে পারে। এতে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে সেগুলো অন্য কারো কাছে পাচার করে দিতে পারে। এ জন্য ফেইসবুকে বন্ধু নির্বাচনে একটু সতর্ক থাকার পরামর্শ দেন নিরাপত্তা বিশ্লেষকরা।

ভুয়া ফেইসবুক অ্যাকাউন্ট
স্ক্যামাররা ভুয়া ফেইসবুক অ্যাকাউন্ট খুলে ব্যবহারকারীদের নানাভাবে প্রতারণা করছে। তাই নিজের তথ্য সুরক্ষায় ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার সময় ভালোভাবে দেখে নেওয়া উচিত তিনি আপনার পরিচিত কি না। সন্দেহ হলে অ্যাকসেপ্ট না করাই শ্রেয়।
Source: Daily Kalerkantho

Friday, February 4, 2011

এলো সোশ্যাল নেটওয়ার্কিং ব্রাউজার ‘রকমেল্ট’

এলো সোশ্যাল নেটওয়ার্কিং ব্রাউজার ‘রকমেল্ট’

বর্তমানে চলতি ব্রাউজারগুলো ওয়েববান্ধব তবে সোশ্যাল নেটওয়ার্কিং বান্ধব নয়। আর এ অসুবিধা দূর করতে ওয়েব ব্রাউজারের ভুবনে সোশ্যাল নেটওয়ার্কিং সহায়ক ব্রাউজার হিসেবে নতুন এক ব্রাউজার রকমেল্টের বেটা ভার্সন ছাড়া হয়েছে। ক্লাউডনির্ভর এই ব্রাউজারে রয়েছে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিংবান্ধব ফিচার। মূলত সামাজিক নেটওয়ার্কিং সাইটগুলোকে আর সাবলীলভাবে উপস্থাপনের উদ্দেশ্য এ ব্রাউজারের আর্বিভাব বলে জানা গেছে। নতুন এই ব্রাউজারটি তৈরি করেছে ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম অ্যান্ড্রিসেন হরোউইজ। রকমেল্ট ব্রাউজার ব্যবহারের অভিজ্ঞতা হবে ঠিক ফেসবুক ব্যবহারের মতোই। অন্য সব ওয়েব ব্রাউজারের তুলনায় এর মূল্য পার্থক্য হচ্ছে এটি ব্যবহারে ব্যবহারকারীর অবশ্যই ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে। অর্থাত্ এ ব্রাউজারে প্রবেশ করতে অবশ্যই ফেসবুকের লগইন তথ্যের প্রয়োজন হবে। টুইটার এবং ফেসবুক ব্যবহারকারীরা তাদের বন্ধুদের এ ব্রাউজারে যুক্ত করতে পারবেন। রকমেল্ট ব্রাউজারে সেটিংস, বুকমার্কসগুলো অনলাইনে ব্যাকআপ থাকে। ফেসবুক যদি অথেনটিকেশনের জন্য ব্যবহার করা হয় তবে সবখানেই ফেসবুকের রেপ্লিকা ব্রাউজার আকারে তৈরি হবে। জানা গেছে, রকমেল্ট তৈরি করা হয়েছে গুগল ব্রাউজারের ওপেনসোর্স প্রকল্পের ক্রোমিয়াম ব্যবহার করে। গুগল ক্রোমের চেয়ে রকমেল্টে ব্রাউজারের মুল পার্থক্য হলো কলামগুলো ব্রাউজারের দুই দিকেই দেখা যাবে। এ মুহূর্তে ব্যবহারকারীরা www.rockmelt.com ওয়েবসাইট থেকে ব্রাউজারটি ডাউনলোড করে উপভোগ করতে পারবেন।
ইন্টারনেট অবলম্বনে মনিরুল হক ফিরোজ

Monday, January 31, 2011

ফেসবুক মানুষকে আরও সামাজিক করে তুলছে

ফেসবুক মানুষকে আরও সামাজিক করে তুলছে

সামাজিক নেটওয়ার্ক ফেসবুক৷ মানুষকে সমাজের সঙ্গে আসলেই কতটুকু সম্পৃক্ত করছে তা নিয়ে রয়েছে মতবিরোধ৷ তবে সম্প্রতি একটি সমীক্ষায় কিন্তু এই তথ্যই বেরিয়ে এসেছে যে, ফেসবুক মানুষকে সত্যিকার অর্থে আরও সামাজিক করে তুলছে৷

মাত্র কয়েক বছরের মধ্যে হঠাৎ করেই অসম্ভব জনপ্রিয় হয়ে উঠেছে ফেসবুক৷ বর্তমানে সারা বিশ্বের পঞ্চাশ কোটিরও বেশি মানুষ ব্যবহার করছে সামাজিক এই নেটওয়ার্ক৷ তবে তার পাশাপাশি বলা হচ্ছে এর নেতিবাচক প্রভাবের কথাও৷ অবশ্য টেক্সাস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন ভিন্ন কথা৷ গবেষক দলটির নেতৃত্ব দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেডিও, টিভি এবং ফিল্ম বিভাগের সহযোগী অধ্যাপক এস. ক্রেইগ ওয়াটকিনস৷ তিনি জানাচ্ছেন, ‘‘আমাদের গবেষণা বলছে, বন্ধুবান্ধব, পরিবার এবং সহকর্মীদের মধ্যে মুখোমুখি যে তথ্যবিনিময় হয়, ফেসবুক সেই স্থান দখল করতে পারেনা৷ তবে সামাজিক মাধ্যম হিসেবে নতুন উপায়ে ফেসবুক বন্ধুত্ব ও ঘনিষ্ঠতা তৈরি করছে এবং সামাজিক সম্পর্ক উন্নয়নের সুযোগ তৈরি করে দিচ্ছে৷''ফেসবুক বন্ধুত্ব ও ঘনিষ্ঠতা তৈরি করছে

গবেষণার জন্য বেছে নেয়া হয় নয়শ' কলেজের ছাত্র-ছাত্রী এবং সদ্য পাশ করা স্নাতকদের৷ তাদের প্রশ্ন করা হয়, তারা কেমনভাবে এবং কাদের সঙ্গে ফেসবুকে যোগাযোগ করেন৷ ষাট শতাংশের বেশি উত্তরদাতা বলেছেন, স্ট্যাটাস আপডেট করতেই তাঁরা বেশি পছন্দ করেন৷ তারপর ফেসবুক ব্যবহারকারীদের পছন্দের কাজ হচ্ছে প্রোফাইলে কমেন্ট লেখা৷ তাঁদের ঊনপঞ্চাশ শতাংশ পছন্দ করেন বন্ধুদের মেসেজ পাঠাতে এবং কমেন্ট লিখতে৷ আরেকটি বিষয় গবেষকদের নজর কাড়ে৷ সেটি হচ্ছে, ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে নারী ও পুরুষের সংখ্যা প্রায় সমান হলেও তাঁরা কিন্তু তা ব্যবহার করছে ভিন্নভাবে৷

ওয়াটকিনস বলছেন, মেয়েদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, যোগাযোগ রক্ষার বিষয়টিকেই তাঁরা বেশি আগ্রহী৷ আর পুরুষরা তাঁদের কাজের স্বার্থেই বেশি ব্যবহার করছে ফেসবুক৷ উদাহরণ হিসেবে ওয়াটকিনস বলছেন, মেয়েরা সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে বন্ধুদের সঙ্গে তোলা ছবিগুলো পোস্ট করতে বেশি পছন্দ করেন৷ অন্যদিকে পুরুষরা পছন্দ করছেন রাজনীতি বা পপ কালচার সংশ্লিষ্ট কোনো লিংক দিতে৷ ওয়াটকিনস বলেন, ফেসবুক বিভিন্ন ধরণের মানুষকে এবং তাঁদের ধ্যান-ধারণাকে এক কাতারে নিয়ে আসে৷ আর আমরা এর মাধ্যমে বন্ধু, সহকর্মী বা পরিবারের কাছে নিজেদেরকে উপস্থাপন করি ভিন্ন ভিন্ন ভাবে৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

Source: www.dw-world.de

ফেসবুক : নতুন সেটিংসের পয়লা পাঁচ

ফেসবুক : নতুন সেটিংসের পয়লা পাঁচ

সম্প্রতি ফেসবুকের সকল প্রাইভেসি সেটিংস আবারো আপডেট করা হয়েছে। জনপ্রিয় এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের আপডেটেড প্রাইভেসিতে যোগ করা হয়েছে বেশকিছু নতুন অপশন। ফেসবুক জানিয়েছে, ব্যক্তিগত তথ্যাদির উপর ব্যবহারকারীর নিয়ন্ত্রণ বাড়াতেই মূলত নতুন অপশনগুলো যোগ করা হয়। তবে প্রাইভেসি সেটিংস আপগ্রেড করার পর থেকেই প্রযুক্তি বিশেষজ্ঞদের সমালোচনার পাত্র হয়ে দাঁড়িয়েছে ফেসবুক। খবর অনলাইন সংবাদ সংস্থা এমএসএনবিসি’র।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিশেষজ্ঞদের মতে, নতুন প্রাইভেসি সেটিংসের ভালো-খারাপ উভয় দিকই রয়েছে। তারা জানিয়েছেন- অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, ব্যক্তিগত তথ্য এবং পোস্ট সবার সামনে উন্মুক্ত রাখার জন্য ফেসবুক পরোক্ষভাবে ব্যবহারকারীদের উদ্বুদ্ধই করছে।

আসুন, নতুন পরিস্থিতিতে ফেসবুকের নতুন নিরাপত্তা পদ্ধতির গুরুত্বপূর্ণ পাঁচটি দিক জেনে নেয়া যাক।

সার্চ সেটিংস

নতুন সেটিংসে আপনার প্রোফাইল স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন সার্চ ইঞ্জিন ও পাবলিক লিস্টিংয়ের অন্তর্ভূক্ত হয়ে যেতে পারে। অনেকেই বলছেন, বিভিন্ন সার্চ ইঞ্জিন ও পাবলিক লিস্টিংয়ে অন্তর্ভূক্ত না হওয়ার অপশন চালু রাখার পরও নতুন প্রাইভেসি সেটিংসের সঙ্গে সঙ্গে তাদের প্রোফাইলও জনসম্মুখে প্রকাশ হয়ে যাচ্ছে; যা ব্যক্তিগত গোপনীয়তার নীতি বিরুদ্ধ।

তবে আপনি চাইলে সার্চ সেটিংস এর পরিবর্তন করতে পারেন। প্রাইভেসি সেটিংস অপশন থেকে ‘অ্যালাউ ইনডেক্সিং’ চেকবক্স থেকে টিক চিহ্ন উঠিয়ে দিলেই আপনার প্রোফাইল বাইরের কেউ খুঁজে পাবে না।

প্রাইভেসি সেটিংসে পাসওয়ার্ড বলয়

ফেসবুক জানিয়েছে, নতুন প্রাইভেসি সেটিংসের আওতায় আপনি প্রাইভেসি সংক্রান্ত যে কোনো কিছু আপডেট করার সময় প্রথমে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। অর্থাৎ, আপনি লগইন থাকাকালীন অন্য কেউ যাতে আপনার প্রাইভেসি সেটিংস বদলে দিতে না পারেন, সে জন্যই নিরাপত্তার এই বাড়তি স্তর। এতে করে পুনরায় পাসওয়ার্ড ব্যবহার না করে প্রাইভেসি সেটিংসে কোনো পরিবর্তন আনা যাবে না।

তবে অনলাইন সংবাদ সংস্থা এমএসএনবিসি’র প্রতিবেদক জানিয়েছেন, তিনি বারবার পাসওয়ার্ড দেয়া ছাড়াই প্রাইভেসি সেটিংসে পরিবর্তন করতে পেরেছেন। তিনি আরো জানান, প্রাইভেসি সেটিংসে বিভিন্ন বিষয় কোনোরকম নিরাপত্তা বলয় ছাড়াই তিনি পরিবর্তন করতে পেরেছিলেন। অর্থাৎ, তার বেলায় এভাবে বারবার পাসওয়ার্ড চাওয়া হয়নি।

পরে অবশ্য তিনি জানিয়েছেন যে, প্রাইভেসি আপডেটের প্রায় আধা ঘণ্টা পর পাসওয়ার্ডের এই বাড়তি বলয়টি কার্যকরী হয়। আগে ঘোষণা দিয়ে পরে সুবিধা সক্রিয় করার তীব্র সমালোচনা করেন তিনি।

পাবলিকলি অ্যাভেইলেবল ইনফরমেশন

ফেসবুকের পরিবর্তিত প্রাইভেসি সেটিংসে রয়েছে পাবলিকলি অ্যাভেইলেবল ইনফরমেশন, সংক্ষেপে পিএআই। এর অধীনে আপনার প্রোফাইলের ছবি, আপনি যেসব পেজের ফ্যান সেসব পেজের তালিকা, জেন্ডার, ধর্ম, নেটওয়ার্ক ইত্যাদি তথ্যাদি সবার প্রতি উন্মুক্ত হয়ে যাবে। অর্থাৎ, চাইলেই যে কেউ আপনার সম্পর্কে এসব তথ্য সার্চ ফলাফল পাতা থেকে জানতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনি সার্চ পাতায় নিজের প্রোফাইল উন্মুক্ত রাখছেন। প্রকাশিত প্রতিবেদনের বরাতে জানা গেছে, এইসব তথ্য মুছে ফেলার কোনো উপায় নেই বললেই চলে। সার্চ পাতায় নিজেকে দৃশ্যমান রাখতে হলে উপরোক্ত তথ্যগুলোও প্রকাশ করতে হবে; যা ব্যক্তিগত গোপনীয়তার প্রশ্নে খানিকটা অস্বস্তিকরই বটে।

উদাহরণ হিসেবে বলা যায়, আপনি যদি এমন কোনো সামাজিক সংগঠন বা প্রতিষ্ঠানের ফেসবুক পেজের ফ্যান হয়ে থাকেন যার সম্পর্কে আপনার ফেসবুক বন্ধু বা অন্য কাউকে জানাতে চান না, তাহলে নতুন এই পদ্ধতির আওতায় তা সম্ভব নয়। কেননা, সার্চ ফলাফলে আপনি নিজেকে দৃশ্যমান রাখতে গেলে স্বয়ংক্রিয়ভাবেই এসব তথ্য সবার সামনে চলে আসবে, যা ফেসবুকের নতুন এই প্রাইভেসি আপডেট সমালোচিত হওয়ার অন্যতম মূল কারণ।

বিশেষ নিয়ন্ত্রণ সুবিধা

পিএআই ফেসবুক প্রাইভেসির একটি বিতর্কিত দিক হলেও ফেসবুকে আপনার অন্যান্য কর্মকান্ডের উপর আপনি পাচ্ছেন পূর্ণ নিয়ন্ত্রণ। এমনকি আপনি যখন প্রতিবার স্ট্যাটাস আপডেট করেন, তখনই ঠিক করে দিতে পারবেন কে কে এই পোস্ট বা স্ট্যাটাস দেখতে পারবেন এবং কে কে এই পোস্ট দেখতে পারবেন না। একইভাবে আপলোড করা ছবির বেলাতেও আপনি প্রাইভেসি লেভেল নির্দিষ্ট করে দিতে পারবেন।

ফেসবুকের নতুন এই প্রাইভেসি সেটিংস একইসঙ্গে প্রশংসা এবং সমালোচনা দুইই কুড়াচ্ছে। কিছু কিছু আপডেট সত্যিকার অর্থেই ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় কার্যকর। অন্যদিকে কিছু ব্যাপার আবার মোটেই সন্তোষজনক নয়।

ফেসবুক প্রাইভেসি আপডেটে ব্যবহারকারীদের তথ্য সবার প্রতি উন্মুক্ত করে দিতে পরোক্ষভাবে আহ্বান করা হয় বলে দাবি করেছেন একাধিক প্রযুক্তিবিদ। তাদের মতে, গুগলের রিয়েল-টাইম সার্চ রেজাল্টের মাধ্যমে বাড়তি হিট পাওয়ার আশায়ই ফেসবুক ব্যবহারকারীদের প্রাইভেসি আপডেট করতে বলছে, যদিও সোজা-সাপ্টা ভাষায় ফেসবুক তেমন কিছু বলেনি। অন্যদিকে অনেক প্রযুক্তিবিদদের ধারণা, ফেসবুক নকল করতে চাচ্ছে টুইটারের আইডিয়া, যা সম্ভব নয় বলেই মনে করেন তারা।

Source:

মজার ও দরকারি ১১টি ফেসবুক অ্যাপ্লিকেশন

মজার ও দরকারি ১১টি ফেসবুক অ্যাপ্লিকেশন

বর্তমান প্রজন্মের ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য ফেসবুক যেন এক অপরিহার্য অংশ। বন্ধু-বান্ধবদের সঙ্গে যোগাযোগ রাখতে এবং জীবনের প্রতি মুহুর্ত শেয়ার করার জন্য ফেসবুক এখন সর্বাধিক জনপ্রিয়। একইভাবে মার্কেটিং ও প্রোমোশনের কাজেও ফেসবুকের ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়। তবে ফেসবুকের জনপ্রিয়তার অন্যতম কারণ এর বিশাল অ্যাপ্লিকেশন ভাণ্ডার। তৃতীয়পক্ষের ডেভেলপারদের তৈরি অ্যাপ্লিকেশনে ভরপুর ফেসবুক দুনিয়া, যা ব্যবহার করে অনেকেই অবসর সময় কাটিয়ে থাকেন।

নিচে ১১টি প্রয়োজনীয় এবং মজার ফেসবুক অ্যাপ্লিকেশনের ব্যাপারে আলোচনা করা হলো যেগুলো আপনার কাজে লাগতে পারে।

পিকনিক
পিকনিক হচ্ছে ব্রাউজার-বেজড ছবি সম্পাদনার অ্যাপ্লিকেশন। বলা বাহুল্য, এর আলাদা ওয়েবসাইটই রয়েছে। তবে ফেসবুক অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনি আপনার ফেসবুক অ্যালবামের ছবিগুলো সহজেই সম্পাদনা করতে পারবেন।
এ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে এখানে ক্লিক করুন

সুপার পোক
ফেসবুকে পোক নামে একটি অপশন রয়েছে, যার মূল কাজ কোনো বন্ধুকে স্মরণ করা। সুপারপোক হচ্ছে সেই বিল্ট-ইন ফিচারেরই উন্নত রূপ। এর মাধ্যমে আপনি আপনার বন্ধুর ওয়ালেও প্রকাশ করতে পারবেন যে আপনি তাকে মিস করছেন বা তার কথা মনে পড়ছে।
এ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে এখানে ক্লিক করুন

অ্যাপিয়ার অফলাইন
যারা ফেসবুকে চ্যাট করে অভ্যস্ত, তাদের জন্য অসাধারণ একটি অ্যাপ্লিকেশন এটি। এর মাধ্যমে আপনি আপনার স্ট্যাটাস অফলাইনে রেখে দেখতে পারবেন আপনার বন্ধুদের মধ্যে কে কে অনলাইনে আছে। এছাড়াও আপনি অফলাইন মোডে বন্ধুদের সঙ্গে চ্যাটও করতে পারবেন। অধিক সংখ্যক বন্ধু থাকায় যারা ফেসবুক চ্যাটে লগইন করেন না, তাদের জন্য এটি একটি উপযুক্ত অ্যাপ্লিকেশন। উল্লেখ্য, ফেসবুক চ্যাটে ইনভিজিবল কোনো মোড নেই। আর তাই অফলাইন থেকেও বন্ধুদের সঙ্গে চ্যাট করার একমাত্র উপায় অ্যাপিয়ার অফলাইন অ্যাপ্লিকেশন।
এ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে এখানে ক্লিক করুন

লাস্ট ডট এফএম
মিউজিক ভালোবাসেন, ইন্টারনেটেও যাতায়াত আছে, অথচ লাস্ট ডট এফএম এর নাম শোনেননি এমন মানুষ হয়তো কমই খুঁজে পাওয়া যাবে। বলা হয়, লাস্ট ডট এফএম সর্বাধিক জনপ্রিয় ও বিখ্যাত মিউজিক্যাল সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। লাস্ট ডট এফএম-এ যদি আপনি গান শুনে অভ্যস্ত হয়ে থাকেন তাহলে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি লাস্ট ডট এফএম-এ আপনার কর্মকাণ্ড ও প্লে-লিস্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারবেন।
এ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে এখানে ক্লিক করুন

ফ্লিক্সটার মুভিজ
লাস্ট ডট এফএম-এর মতোই, তবে এটি মিউজিক নয়, বরং মুভিভিত্তিক। মুভিপ্রেমীরা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে বন্ধুদের সঙ্গে ফেভারিট মুভির তালিকা শেয়ার করতে পারবেন এবং কার কোন ধরনের মুভি পছন্দ এসব তুলনা করতে পারবেন।
এ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে এখানে ক্লিক করুন

ট্রু এজ টেস্ট
ট্রু এজ টেস্ট এমন একটি অ্যাপ্লিকেশন যা আপনার অভ্যাস এবং লাইফস্টাইলের উপর ভিত্তি করে আপনার শরীরের আসল বয়স বলে দিতে পারে। উল্লেখ্য, এগুলো সবই মজা করার জন্য বা ফান অ্যাপ্লিকেশন।
এ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে এখানে ক্লিক করুন

সুপার ওয়াল
সুপার পোকের মতোই সুপার ওয়াল ফেসবুকের বিল্ট-ইন ওয়ালের উন্নততর রূপ। এর মাধ্যমে আপনি বাড়তি কিছু সুবিধা উপভোগ করতে পারবেন।
এ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে এখানে ক্লিক করুন

পিং ডট এফএম
বর্তমান যুগে অধিকাংশ মানুষেরই একাধিক সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে একাউন্ট থেকে থাকে। আর তাই যেকোনো স্ট্যাটাস মেসেজ আপডেট করতে একাধিক সাইটে লগইন করার ঝামেলা পোহাতে হয়। এই ঝামেলা থেকে মুক্তি দিতেই পিং ডট এফএম-এর উদ্ভব। এই সাইটটি ব্যবহার করে আপনি ফেসবুক, টুইটারসহ বেশকিছু সাইটে একযোগে স্ট্যাটাস আপডেট করতে পারবেন। আর পিং ডট এফএম-এর ফেসবুক অ্যাপ্লিকেশনটি ব্যবহার করলে আপনাকে পিং ডট এফএম-এর সাইটেও যেতে হবে না, ফেসবুকে বসেই আপনি আপনার সবগুলো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে স্ট্যাটাস আপডেট করতে পারবেন। এতে করে আপনি নিশ্চিত করতে পারবেন যে, আপনার যেসব বন্ধুরা ফেসবুকে নেই, তারাও আপনার স্ট্যাটাস দেখতে পাচ্ছেন অন্যান্য সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বসেই।
এ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে এখানে ক্লিক করুন

টপ ফ্রেন্ডস
ফ্রেন্ড লিস্ট বা বন্ধু তালিকার সবার সঙ্গে নিশ্চয়ই আপনার একইরকম সম্পর্ক নেই। আবার একইভাবে কিছু কিছু বন্ধু নিশ্চয়ই আপনার কাছে অন্যদের চেয়ে অনেক বেশি স্পেশাল। আপনার প্রোফাইলে তাদেরকে আলাদা করে তালিকাভুক্ত করতেই টপ ফ্রেন্ডস অ্যাপ্লিকেশন। এতে করে আপনি আপনার প্রোফাইলে টপ ফ্রেন্ডস নামে একটি উইজেট পাবেন যেখানে বিশেষ সেসব বন্ধুদের তালিকা ও ছবি প্রদর্শিত হবে।
এ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে এখানে ক্লিক করুন

এক্স মি
এক্স মি এমন একটি অ্যাপ্লিকেশন যা আপনার বন্ধুদের ভিজুয়াল অ্যাকশনের সুযোগ করে দেবে। অর্থাৎ, আপনার প্রোফাইলে এসে তারা আপনাকে জড়িয়ে ধরতে পারেন, পিঠ চাপড়ে দিতে পারেন, চাই কি কষে চড়-থাপ্পড়ও লাগাতে পারেন। অ্যাপ্লিকেশনটি ব্যবহার করলে আপনার প্রোফাইলে এ সব অ্যাকশনগুলো যোগ হয়ে যাবে।
এ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে এখানে ক্লিক করুন

এছাড়াও আরো নানাবিধ অ্যাপ্লিকেশনে ভরপুর ফেসবুক যা আপনি সার্চ করলেই খুঁজে পাবেন। তবে, সতর্ক থাকুন। না জেনেশুনে কোনো অ্যাপ্লিকেশনকে অ্যাক্সেস না দেয়াই বুদ্ধিমানের কাজ, কেননা, কিছু কিছু অ্যাপ্লিকেশন ক্ষতিকারকও হয়ে থাকে।
Source:
জবরুল আলম সুমন
www.somewhereinblog.net